Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

বাংলাদেশ পল্লী উন্নয়ন †evW©

জেলা দপ্তর, চুয়াডাঙ্গা।

পল্লী উন্নয়নে সোনালী সোপান

 

নাগরিক সেবা

 

 

(১) সমবায় সমিতি ভিত্তিক সেবাঃ কৃষক সমবায় সমিতি, মহিলা উন্নয়ন কমসূচি ও বিত্তহীন সমবায় সমিতি

ক্রঃ নং

সেবার নাম

প্রয়োজনীয় সর্বোচ্চ সময়

প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্র প্রাপ্তির স্থান

সেবামূল্যে ও পরিশোধ পদ্ধতি

পল্লী এলাকার কৃষক/মহিলা/বিত্তহীন সমিতি গঠন

৮ সপ্তাহ

(১) জরিপ ফরম (২) সদস্য অন্তর্ভূক্তি আবেদন ফরম (৩) সভার রেজুলেশন কপি (৪) সভ্য রেজিষ্টার ও অন্যান্য বহি (৫) পাশ বহি

(১)উপজেলা পল্লী উন্নয়ন কমকর্তা। (২) উপজেলা প্রকল্প কমকর্তার কার্যালয় (পজীব)

ভর্তি ফি ১০ টাকা (ব্যাংকে জমা) পাশ বহির মূল্য ১৫ টাকা

 

প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধন।

১০ দিন

আবেদনপত্র (ফরম-৩), পাসপোট আকারের এক কপি ছবি ও জাতীয় পরিচয় পত্রের কপি, সমিতির উপআইন, প্রয়োজনীয় রেজিষ্টার, শেয়ার-সঞ্চয়ের ব্যাংক বিবরণী এবং সমিতির অফিসের ঠিকানার প্রত্যয়নপত্র।

 

 

সদস্যদের মূলধন গঠন (শেয়ার ও সঞ্চয় জমা)

৫ দিন

পাশবহি

 

 

দক্ষতা উন্নয়ন ও উদ্ধুদ্ধকরণ প্রশিক্ষণ

৭-১৫ দিন

সদস্য মনোনয়নের প্রাথমিক সমিতির সাপ্তাহিক সভার সিদ্ধান্ত সম্বলিত রেজুলিউশনের কপি।

সংশ্লিষ্ট সমিতি

প্রাথমিক ভাতা প্রদান করা হয়।

কৃষি উৎপাদন বৃদ্ধি, আত্নকমসংস্থান সৃষ্টি ও আয়বধক কমকান্ডে ঋণ সহায়তা।

৭-১৫ দিন

(১) প্রাথমিক সমিতির সাপ্তাহিক সভার রেজুলিউশনের কপি (২) সদস্যের পাসপোট আকারের এক কপি ছবি (৩) ঋণের আবেদনপত্র (৪) তমসুক (৫) ডিপিনোট (৬) আমোক্তারনামা (৭) মটগেজ এবং (৮) উৎপাদন পরিকল্পনা

উপজেলা পল্লী উন্নয়ন কমকর্তার কার্যালয় ও (WWW.BRDB.GOV.BD)

বাষিক ১১% সেবামূল্যসহ কিস্তি পরিশোধ

(২) পল্লী উন্নয়ন দল ভিত্তিক সেবা : দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কমকর্তা সংস্থান প্রকল্প।

ক্রঃ নং

সেবার নাম

প্রয়োজনীয় সর্বোচ্চ সময়

প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্র প্রাপ্তির স্থান

সেবামূল্যে ও পরিশোধ পদ্ধতি

পল্লী উন্নয়ন দল গঠন

৮ সপ্তাহ

(১) আবেদনপত্র (২) প্রত্যেকের পাসপোট আকারের এক কপি ছবি (৩) জাতীয় পরিচয় পত্র কপি (৪) পাশবহি (৫) প্রয়োজনীয় সংখ্যক রেজিষ্টার।

উপজেলা পল্লী উন্নয়ন কমকর্তা কার্যালয়

ভর্তি ফি ১০ টাকা (ব্যাংকে জমা) পাশ বহির মূল্য ১৫ টাকা

 

সদস্যদের মূলধন গঠন (শেয়ার ও সঞ্চয় জমা)

৫ দিন

পাশবহি

 

 

দক্ষতা উন্নয়ন ও উদ্ধুদ্ধকরণ প্রশিক্ষণ

৭-১৫ দিন

সদস্য মনোনয়নে প্রাথমিক সমিতি/পল্লী উন্নয়ন দলের সাপ্তাহিক সভার সিদ্ধান্ত সম্বলিত রেজুলিউশনের কপি। 

সংশ্লিষ্ট সমিতি/দল

প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়।

আত্নকমসংস্থান সৃষ্টি ও আয়বধক কমকান্ডে ঋণ সহায়তা।

৭-১৫ দিন

(১) দলের সাপ্তাহিক সভার রেজুলিউশনের কপি (২) সদস্যের পাসপোট আকারের এক কপি ছবি (৩) ঋণের আবেদনপত্র (৪) তমসুক (৫) ডিপি নোট (৬) আমোক্তারনামা

উপজেলা পল্লী উন্নয়ন কমকর্তার কার্যালয় ও (WWW.BRDB.GOV.BD)

বার্ষিক ৮%-১১% সেবামূল্যসহ কিস্তিতে পরিশোধ

(৩) বীর মুক্তিযোদ্ধাদের জন্য কমসূচি

ক্রঃ নং

সেবার নাম

প্রয়োজনীয় সর্বোচ্চ সময়

প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্র প্রাপ্তির স্থান

সেবামূল্যে ও পরিশোধ পদ্ধতি

অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও তাঁদের পোষ্যদের প্রশিক্ষণ ও আত্মকমসংস্থান কমসূচি

৭-১৫ দিন

(১) ঋণের আবেদনপত্র (২) এক কপি ছবি (৩) দায়বদ্ধকরণপত্র ও অঙ্গীকারনামা (৪) মুক্তিযোদ্ধা সনদের কপি (৫) যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রদত্ত প্রশিক্ষণ সনদের কপি (৬) ইউপি চেয়ারম্যানের প্রত্যয়ন পত্র (৭) তিনশ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিনামা।

উপজেলা পল্লী উন্নয়ন কমকর্তার কার্যালয় ও (WWW.BRDB.GOV.BD)

০১)পাশবহি -১৫ টাকা (ব্যাংকে জমা)।

০২) বার্ষিক ৮% সেবামূল্যসহ কিস্তি পরিশোধ

(৪) অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন কমসূচি

ক্রঃ নং

সেবার নাম

প্রয়োজনীয় সর্বোচ্চ সময়

প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্র প্রাপ্তির স্থান

সেবামূল্যে ও পরিশোধ পদ্ধতি

জনগণের অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় সমস্যা নিরুপণ ও সমাধান।

৩ দিন

গ্রামোন্নয়ন কমিটির সভার রেজুলেশন

সংশ্লিষ্ট গ্রাম কমিটি

বিনামূল্যে

মাসিক সভার মাধ্যমে গ্রাম পর্যায়ে জাতি গঠনমূলক প্রতিষ্ঠানের সেবা নিশ্চিত করা।

সর্বোচ্চ ১ মাস

গ্রামোন্নয়ন কমিটির সভার রেজুলেশন

সংশ্লিষ্ট গ্রাম কমিটি

বিনামূল্যে

পল্লী অঞ্চলে ক্ষুদ্র ভৌত অবকাঠামো উন্নয়ন

২১-৩০ দিন

(১) গ্রাম কমিটির রেজুলেশন (২) ইউনিয়ন সমন্বয় কমিটির সভার রেজুলেশন (৩) স্কিমের প্রাক্কলন ও স্কিম প্রস্তাবনা (৪)গ্রামবাসীদের ইউনিয়ন পরিষদের ট্যাক্স পরিশোধের সনদ (৫)প্রাক্কলিত মূল্যের গ্রামবাসীদের অংশ প্রদানের বিবরণী ব্যয়ের প্রাক্কলন (৬) প্রাক্কলিতব্যয়ের গ্রামবাসীর অংশবাবদ ২০% অর্থের চেক ও ইউনিয়ন পরিষদের অংশের ১০% অর্থের চেক/ব্যাংক জমার রশিদ (৭) ইউনিয়ন পরিষদের ট্যাক্স আদায়ের প্রত্যয়নপত্র (৮) স্কিমের সাইট ম্যাপ প্রভৃতি।

সংশ্লিষ্ট গ্রাম কমিটি ও ইউনিয়ন পরিষদ

প্রাক্কলিত ব্যয়ের ২০% সুবিধাভোগী এবং ১০% ইউনিয়ন পরিষদ বহন করবে।

(৫) অন্যান্য সেবা

ক্রঃ নং

সেবার নাম

প্রয়োজনীয় সর্বোচ্চ সময়

প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্র প্রাপ্তির স্থান

সেবামূল্যে ও পরিশোধ পদ্ধতি

সুফলভোগীদের উৎপাদিত পণ্যের মার্কেটিং লিংকেজ

১-১৫ দিন

প্রয়োজন নেই

 

বিনামূল্যে

সুফলভোগীদের জন্য কৃষি ও অকৃষি পণ্য গুদামজাত করণ সেবা

১-২ দিন

প্রাথমিক সমিতির সিদ্ধান্তের রেজুলিউশনের কপি, আবেদনপত্র, সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক মালামালের কোয়ালিটি সনদপত্র।

উপজেলা পল্লী উন্নয়ন কমকর্তার কার্যালয়।

উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) কর্তৃক নির্ধারিত মূল্য।

সেবা সমূহের নাম : সুফলভোগী সদস্যদের কৃষি ও অকৃষি পণ্যের উৎপাদন কৌশল উপযুক্ত প্রযুক্তি ও বিপণন বিষয়ে তথ্য ও পরামশ প্রদান, বনায়ন ও বৃক্ষরোপন, বিবিধ সামাজিক সমস্যা, স্যানিটেশন প্রভৃতি বিষয়ে এ্যাডভোকেসি সেবা।

প্রয়োজনীয় সর্বোচ্চ সময় : তাৎক্ষনিক অথবা প্রয়োজনীয় ক্ষেত্রে ১-২ দিন সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি : বিনামূল্যে।

উপজেলা পর্যায়ে সেবা প্রদানের জন্য দায়িত্ব প্রাপ্ত কমকর্তা

উপজেলা

কাযক্রম

কমকর্তার পদবী

টেলিফোন

ইমেইল ঠিকানা

 

চুয়াডাঙ্গা সদর

কৃষক সমবায় সমিতি,

পল্লী প্রগতি প্রকল্প,

বীর মুক্তিযোদ্ধা, সদাবিক, মহিলা উন্নয়ন অনুবিভাগ,

দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প,

দুস্থ পরিবার উন্নয়ন সমিতি

উপজেলা পল্লী উন্নয়ন কমকর্তা

0176163196

rdochuasadar@gmail.com

 

 

পল্লী জীবিকায়ন প্রকল্প

উপজেলা প্রকল্প কমকর্তা

076163213

rlpchuasadar@gmail.com

 

আলমডাঙ্গা

কৃষক সমবায় সমিতি,

পল্লী প্রগতি প্রকল্প

বীর মুক্তিযোদ্ধা, সদাবিক, মহিলা উন্নয়ন অনুবিভাগ

উপজেলা পল্লী উন্নয়ন কমকর্তা

0762256379

urdoalamdanga@gmail.com

 

 

পল্লী জীবিকায়ন প্রকল্প

উপজেলা প্রকল্প কমকর্তা

0762256063

 

 

দামুড়হুদা

কৃষক সমবায় সমিতি,

পল্লী প্রগতি প্রকল্প

বীর মুক্তিযোদ্ধা, সদাবিক, মহিলা উন্নয়ন অনুবিভাগ,

আদশ গ্রাম, গুচ্ছ গ্রাম

উপজেলা পল্লী উন্নয়ন কমকর্তা

0762356066

rdodamurhuda@gmail.com

 

 

পল্লী জীবিকায়ন প্রকল্প

উপজেলা প্রকল্প কমকর্তা

 

upodamurhuda@gmail.com

 

জীবননগর

কৃষক সমবায় সমিতি,

পল্লী প্রগতি প্রকল্প

বীর মুক্তিযোদ্ধা, সদাবিক, সম্বনিত দারিদ্র বিমোচন কমসূচি

দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প,

উপজেলা পল্লী উন্নয়ন কমকর্তা

 

urdojibanagarchuadanga@gmail.com

 

 

পল্লী জীবিকায়ন প্রকল্প

উপজেলা প্রকল্প কমকর্তা

 

ubccjibonnagar@gmail.com